আমজনতা
আজহারুল ইসলাম আল আজাদ

দীপ্ত জ্ঞান ক্ষিপ্ত বচন
ভ্রষ্ঠ রাজ্য শাসন
সিটকে যায় যখন তখন
রাজার মুকুট সিংহাসন।

রাজার বেশে চন্ডাল
রাজ্য দখল করে
অরুনধুতিরা তখন
অমর  মরার পরে।

চন্ডাল হয়না রাজা
হয়নি কভু অমর,
আগেও যা পরও তা
দিতে জানে কামর।

চন্ডাল রাজ্য পেয়ে
বন্ধ করে বাক স্বাধীনতা
মুখ বদলের খেলা চলে
অসুখে ভোগে আমজনতা।

আমজনতার দম ফুঁক
একবার যদি ফুঁকায়
ভূত সিংহাসন ছেরে চন্ডাল
গর্তে গিয়ে লুকায়।