আমি হাটি  একা হাটি
অামার পৃথিবীতে হাটি
দু'নয়নে তাঁরে খুঁজি
জ্ঞান অবধি শুধু ভাবি।
আমি মানুষ পেয়েছি তীক্ষ্ণ দৃষ্টি
আমার জন্য তাঁর অনবদ্য সৃষ্টি
আমার জন্য খরা আর বৃষ্টি।
আমার সৃষ্টি শুধু কৃষ্টি।

আমার জন্য ফসলের মাঠ,
আমার জন্য পথ আর ঘাট,
আমার জন্য কুরআন,
আমার জন্য পুরাণ,
আমার জন্য বাইবেল,
আমার জন্য ত্রিপিটক।
মাথার পরে শুন্য আকাশ,
বয়ে যাওয়া নির্মল বাতাস,
আমার জন্য বন বনাণী,
আমার জন্য রবি ও শশী।
হয়তবা আমি ধনী বা ঋৃণী,
হয়তবা আমি মুর্খ বা জ্ঞানী।
আমার জন্য সমুদ্র সাগর,
আমার জন্য সৃষ্টি নগর।

আমার জন্য সৃষ্টি নারী,
নারীর জন্য আমি নর
আমি আমার আর সকলি
আমা হতে পর।
আমার ভিতর,
কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ,
আমার জন্য আছে আদেশ নিষেধ।
আমি কৃপণ আমি উদার,
আমি অবোধ আমি বেহেতর।
আমার জন্য আইন,
আমার জন্য শাসন
আমার জন্য রাষ্ট্র রাজার সিংহাসন।
আমার জন্য সবকিছু,
অথচ আমি শুণ্য,
মালিক নিরঞ্জন।