সুপ্রিয় বন্ধু সকল,
হঠাৎ আমি গত ১৬/০৩/২০২০ তারিখ শারিরীক ভাবে অসুস্থ হই। তাৎক্ষনিকভাবে আমার স্ত্রী আমাকে হার্ডের ডাক্তার শাকিল গফুর সাহেবের কাছে নিয়ে যান তিনি আমাকে দেখে কিছু পরীক্ষা দেন এবং সে গুলো করা হয় ফলাফল নর্মাল আসে। ব্যবস্থাপত্র নিয়ে রাতেই বাড়ীতে পৌছি কিন্তু শরীরে জ্বরের বেগ বাড়তে থাকে।পরদিন প্রথমে আমাকে হৃদ রোগ বিভাগে ভর্তি করানো হয় পরীক্ষা নিরীক্ষার পর কোন প্রকারের হার্ড এর সমস্যা ধরা না পড়ায় মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়।এবং সু চিকিৎসার ফলে আমি এখন সম্পুর্ন রুপে আল্লাহতালার রহমতে সুস্থ।
আমার কিছু একান্ত আপনজন আমার অসুস্থতা সম্পর্কে পোস্ট দিয়েছিল। তাদের প্রতি ভালবাসা রইল। তবে তারা পোস্টগুলো ডিলিট করে দিলে ভাল হয়। অথবা আমি এখন সুস্থ এটি লিখলেও হবে।মেডিকেলে আমি যাদেখলাম তাতে ডাক্তারাই করনাকে বেশী ভয় পাচ্ছে, কারণ করনা চিকিৎসা সম্পর্কে ডাক্তার রা নিজেই জানেন না। বার বার হাত ধোয়ার নির্দেশনা ও মাক্স ব্যবহারের কথাই মাইকে বলা হচ্ছে।
আমারও ভীতরে করনার ভয় ছিল। কিন্তু করনা আক্রান্ত ব্যক্তির সান্নিধ্য না মিললে করনা হবে না।তারপরও আমাদের সকলকে সচেতন থেকে নিয়ম মেনে চলতে হবে।সকলের জন্য দোয়া ও ভালবাসা রইল।আমার জন্য সকলে দোয়া করবেন।