আমার জন্মভূমি
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ।

এখানে সূর্য উঠে সূর্য যায় পাঠে
আজানের ধ্বনিতে,
এখানে মন্দিরে মন্দিরে পাই
হরি নাম শুনিতে।

এখানে ফুলেরা সুগন্ধি বিলায়
প্রজাপতিরা ফুলের পরাগে বসে মধু খায়
অহর্ণিশিতে চাতক বারি চায়,
এখানে সঙ্ সেঝে ঢঙ্ করে
শিশুদের দল,
নদীতে ডিঙ্গি চলে ছলাৎছল।

এ যে আমার জন্মভূমি
স্বর্গাদপী গরীয়সী,
সূর্যের সাথে কাজ করি
ঘুমে কাটাই নিশি।