যেথায় আমি নিত্য খেলি
সে ভুমি আমার জন্মভুমি,
যে ভুমিতে নিঃশ্বাস ফেলি
সে ভুমি আমার মাতৃভূমি।
এখানে পাখিরা ওড়ে
সন্ধ্যায় ফিরে আপন নীড়ে,
বিলে খেলে বুনোহাঁস
সেথায় আমার বসবাস।
ঝিলের জলে পানকৌড়ি
ডুব দিয়ে খায় মাছ ধরি,
ছোট নদী বড় নদী খরস্রোতা নদী বহমান
নদীর তীরে সাদা কাশবন।
এখানে বাঁশবন নিলাম্বরীর সাথে
করেছে আলিঙ্গন।
এখানে সুর্য উঠে সুর্য যায় পাটে
আযানের ধ্বনীতে,
এখানে মন্দিরে মন্দিরে পাই
হরি নাম শুনিতে।
ছয় ঋতু আসে যায় বার মাস
ঋতু ভেদে হয় ফসলের চাষ
এখানে আমার বসবাস
এ মাটি আমার নিঃশ্বাস প্রশ্বাস।