আলোর বিদায় লগন।
আজহারুল ইসলাম আল আজাদ
কালো চাদরে এসে
কেঁদে কেঁদে বুক ভাসালে,
হতভম্ব হয়ে ঘরে রইল সকলে,
তুমি আসার আগেই,
আলোর জ্যোতি নিভে গেছে
আলোর আবাস আজ ভুতলে।
আলোর চারধারে
সবার চোখে পানি আজ,
আজ আলোর বিদায় লগন,
আলোর শরীরখানা
ধোঁয়া হল তোমার শলীলে
আজ বিদায় আলোর জীবন।