আমার মুখের হাসিটুকু কেঁড়ে নিয়ে সুখে আছ
পকেটটারে ছিঁড়ে তুমি বল আমায় ভালবাসো?
এখন উদাল গায়ে ঘরের কোনে লুকিয়ে থাকি
জানালা দিয়ে আমায় দেখে দেখে মুচকি হাসো।
আমি এখন নিঃস্ব প্রায় তাতে তুমিতো তাই
অবশিষ্ট থাকতো যেটুক এখন সেটুক নাই,
ক দিন পরে থাকব নারে মরনতো হবেই হবে,
সুখে থেকো ভাল থেকো তবে শাস্তি পাবে।