এক মায়ের আকুতি
আজহারুল ইসলাম আল আজাদ।
আদর করে পরশ মাখা হাতে
নিয়েছি কোলে তুলে,
প্রসাবের গন্ধে ভিজালে শরীর,
সেটি গিয়েছিলাম ভুলে।
ফুটন্ত কলি তুমি ফুটন্ত গোলাপ
মুখে ছিল আধো প্রলাপ,
আদরে সোহাগে স্নেহের পরশে
লাফতে লাফতে দিতে ঝাপ।
জড়ায় জড়ায় জড়িয়ে বুকের মাঝে
কষ্টে রেখেছি আগলে,
কাঁদতে দেই নি খোকা
যখন ঘুম থেকে জাগলে।
কতনা আদর সোহাগে তোমায়
তুলেছি বড় করে,
কতনা কষ্ট সহ্য করেছি আমি
তোমায় পেটে ধরে।
খেয়েছি না খেয়েছি দিয়েছি
তোমার মুখে তুলে,
বড় হলে বিয়ে হল তোমার
সব গেলি ভুলে।