আকাশি
আজহারুল ইসলাম আল আজাদ
আকাশি অন্তঃসত্ত্বা
বর্ষণের ঢেড় বাকি,
বর্ষিবে আষাঢ় শ্রাবণ,
চৈত্রেই ডাকাডাকি।
ননদীনি কাল বৈশাখী
ঘর তার ঈশাণ কোনে,
সামনে যা পায় সব খায়
খায় না সে দেখে শুনে।
মেঘের ঘর্ষণ আর বর্ষণ
বৈশাখেই আকাশি কাঁদছে,
জৈষ্ঠ্যে পাগলীনির বর্ষণ
শুধু কালের পরিবর্তন।
জ্যৈষ্ঠে বৃষ্টি হয়ে ঝরছে
শিলা রানী আসে না এখন
বিজলী রানী আসছে,
নাচছে যখন তখন।
আকাশি জন্ম দিল যারে
সে বন্যারানী সে যৌবণা
ঘুরছে জেলায় জেলায়
ভাসল সবি মৃত্তিকা অচেনা।