আয়না
আজহারুল ইসলাম আল আজাদ।
নাক বরাবর ভিটে
সেথায় দুটি আঁখি
সবুজ শ্যামল গাঁয়
বাংলা মাকে দেখি।
যতদুর যায় দৃষ্টি,
রোদের ঝিকিমিকি
নীল আকাশের গায়,
মেঘের ডাকাডাকি।
তেপান্তরের মাঠে
শেয়াল বেজির খেলা,
খেয়াঘাটে দেখি,
দামাল চালায় ভেলা।
দূর- নিকট দেখি
কপোল দেখিনা?
আঁখির গাড়ায় আঁধার;
দেখতে লাগে আয়না।