বসন্তে বসুধার বুক ফুলে ফলে একাকার
শান্ত বসুধায় এখন মোদির অত্যাচার,
এখনি সময় কবিতা লেখা ও বলার।
এখনি এসো হে বন্ধু কবিতায় ভাসি,
অশান্ত বসুধাকে শান্ত করতে কবিতা রচি।
এসো হে কবি ধরাকে সাজাই কবিতায় কবিতায়,
অত্যাচারীর খড়গ চুরমার করি কলমের খোঁচায়।