আগামী প্রভাতের কবি
আজহারুল ইসলাম আল আজাদ


আগামী প্রভাতে উঠবে জেগে
তুমি সম্ভাবনাময় কবি,
জানিনা আমার কি গুনে
মনে এঁকেছ এ ছবি।
লালিত স্বপ্ন ব্যক্ত প্রয়াসে এঁকেছে
রং তুলিতে আমারে,
সে ভাষা জানা নেই আমার
কি দিব তোমারে?
প্রথম চরণ যা দিলাম
তাই ধরে রেখ হৃদয়ে,
প্রকৃতিতে সবি আছে
রাখ সব সংগ্রহে।

হয়ত একটু এদিক- সেদিক
হবেইতো এটি প্রতিচ্ছবি।
যশের পাল্লা শুন্য আমার,
তবুও ভাব আমি কবি।
এক আকাশ ভালবাসা
তোমাকে দিলাম,
তোমার আঁকা আমার ছবি
কবিতায় দিলাম।