আঘাত নয় চাই ভালবাসা
আজহারুল ইসলাম আল আজাদ

কি জানি কত আঘাত করেছ তাহারে
তোমারি নাম বলিতেই তাহার প্রানে ডরে,
আঘাত হেনে জয়ী হয়েছ সে হয়েছে নত
শক্তি নেই বলিতে না পারে তবে তুমি ঘৃনিত

ভেবে নিয়েছ কত কত সম্মানিত সবার কাছে
মিছে আশায় পদ ধরিতে কেন ঘুরো পিছে পিছে?
ভালবাসার আঘাত বড়ই মধুর সেটি কি করিছ?
স্বার্থের আঘাত হেনে আজ না মরিয়াই মরিছ।

মান দিলে মান পাওয়া যায়  ভাবলি না কেন?
কার উর্বর ভূমিতে তুমি মিথ্যার বীজ বুনো।
অপ্রিয় সত্য সর্বদা সমাগত মিথ্যা হয় দূরিভুত
আন্তরিকতা আর ভালবাসার জয় হয় অবিরত।