অচিন নাও
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
------------------------------------------------------

গাঁ ঘেষে বয়ে গেছে
ছোট একটি নদী,
কলকল ছলছলে
চলে নিরবধি।

অচিন একটি নাও চলে
সেথা রাত্রিদিন,
দমে দমে আসে যায়
নাহি রাখে চিন।

আকাশে মেঘের ভেলা
নায়ের নিচে জল,
বাতাসে ভেসে ভেসে
আসে ঝড় বাদল।

ক্ষনিক ওপারে নাও
যদি খানিক থামে,
এপারের যাত্রীর গা
ভিজে যায় ঘামে।

দারায়ে একেলা ঘাটে
প্রান কাপে থরথর!
নাও খানি বায়ে মাঝি
ফিরিলে আবার।

যাত্রী বোঝাই নাওখানি
চলে একেবেঁকে,
আকাশে কালো মেঘ
ডাকে থেকে থেকে।

এপারে দাড়িয়ে আমি
একা শুন্য হাতে,
ছায়াহীন বালুচরে কে
যাবে মোর সাথে?

নিঃস্বাসে বিশ্বাসে
চলে নাও খানি,
থেমে গেলে নাও
মরন তখনি।