২৫ শে জুন ২০২২ খ্রিঃ
আজহারুল ইসলাম আল আজাদ।
বিষাদের ঘামের গন্ধ দেহে
তিন-চাকার উড়ন্ত যান,
থেমে যায় নেই পথ,
স্বর্নলতিকা জরায়ে ধরে,
বালুর পাহাড় ভেঙ্গে দেখে,
পদ্মার বুকে জলরথ।
আসছে সাইরেন বাজিয়ে
মুমুর্ষ প্রায় প্রিয় তার,
শক্তি নেই সেথা দাড়াবার,
হাজার জন শত পেশার,
একই হালে জীবন বাঁচাবার,
অপেক্ষায় স্টিমারের নৌকার।
পৌঁছিতে সময় গড়িয়ে যায়
রোগীর মৃত্যু পরীক্ষায় ফেল,
ফল ফলাদিসহ সবি নষ্ট,
আসা আর যাওয়ায়,
সেথা সময় যেন অসময়,
প্রহর কাটেনা যত কষ্ট।
হাজার বছরের স্বপ্ন,
দুপ্রান্তের সেতু বন্ধনে,
শ্রেষ্ঠ বাঙালির চিন্তা চেতনা,
২৫ জুন ২০২২খ্রিঃ,
মানবতার মা পুরালেন,
বাংলা বাঙ্গালীর মনবাসনা।