ঈদ এলোরে ঈদ এলো আজ
সবার ঘরে ঘরে,
খোকা খুকুর চোখের নিদ
ঈদ নিয়েছে কেরে।
বাঁকা চাঁদের হাসি যেন
রঙ্গীন ঠোঁটের হাসি,
সেই হাসিতে খানিক দুঃখ
ফুটছে রাশি রাশি।
জামা জুতো টুপি এবার
হয়নি ঈদে কেনা,
ঈদগাহে নামাজ আদায়
হ্যান্ডশেক কোলাকুলিও মানা
ঘোরাঘুরি বন্ধুর আড্ডা
মজা করা যাবে না,
আনন্দটাই মিছে এবার
কেরেছে ঘাতক করোনা।
ছেলের সঙ্গে বাবা বাবার সঙ্গে
ছেলে পাশে নেই
শোকাতুর মুসলিম আজ
নামাজ পড়ে মসজিদেই।
হে খোদা দয়াময়এমন ঈদ
আর দিওনা ধরায়,
ঈদ আনন্দ চোখের জলে
ভাসে নীল বেদনায়।
২০২০ এর ঈদুল ফিতর
রাখবে জাতী মনে,
অদৃশ্য মহামারী একদিন
থাকবেনা ভোর বিহানে।