তুমি বলে ডাকো,
আমার "আপনি" কেটে দিয়ে,
তোমার চোখের ভাষা যেন
অজানা কোনো চাওয়ার গল্প বলে।

মেরুন রঙের আড়ালে
ঢেকে আছে যত্নে রাখা শোভা,
কালো মাস্কের অন্তরালে
অপ্রকাশিত ইচ্ছার ঢেউ খেলে।

অবাক করা সেই চাহনি,
নিভৃতে ডাকে, আমন্ত্রণ জানায়,
তবু তোমার তুমি ডাকের আড়ালে
এক অদৃশ্য রহস্য লুকিয়ে রয়।

তুমি চাও—আমি শুনি,
নিঃশব্দ সেই আহ্বান,
তোমার মাঝে মিশে যাই,
আমার কল্পনার রঙে।