স্বপ্নালু পলি
//-আজগর আলী//
মর্মবেদনার ঠিক পাশাপাশি
শুয়ে আছে একটি সংবৃত মমি—
ইথারের ভাঁজেভাঁজে
লুকিয়েছে ফেনিল সংলাপ—
হাওয়ার ক্বলবের ভেতর
জন্মনেওয়া তুমি পরাবৃত্ত মেয়ে—
মজ্জার ভেতর বেড়েওঠা নিগুঢ় শূন্যতা
নিয়ে অহরাত্রি ভাঙছো শরীরের সুকঠিন ব্যাকরণ—
পথে-বিপথে ছড়িয়ে দিচ্ছ বিশুদ্ধ হেমলক—
নিঃশ্বাসের দ্রাঘিমায় সযতনে মেলিয়াছ অবিশ্বাসের নীলাভ ছায়া—
হাওয়ার সন্তরণে বেয়ে উঠছে দুয়েকটা যন্ত্রভেদী লতা—
অলৌকিক বেতারের ভেতর
কী এমন অস্পৃশ্য যোগাযোগ—
বেসুরো মরমীয়ায় মজেছে একজন পরাঙ্মুখ মাল্লা—
যার সবকূল ভেঙে গেছে কোনো এক বিগত সন্ধ্যায়—
তবুও দুচোখের তটে জমে আছে
অজস্র স্বপ্নালু পলি—