সোনালিপাতার ঘোমটা অবগুণ্ঠন সরিয়ে- সবুজঘাসের পরে-হাজারবছর ধরে-
মুক্তোর মত শিশিরদানারা আছে ছড়িয়ে-
পথেপথে বসত গড়েছে তিতির-ময়না-টিয়ে পাখি-
সবুজঘাসের পরে- হাজারবছর ধরে
রাতের বেলা যিকির করে জ্বলজ্বল জোনাকি-
পাথরের হাসি মাড়িয়ে ছলছল কান্নারা অবাধে যাচ্ছে গড়িয়ে-দুপাশেই বইছে ফটিক দুটি খাড়ি-
সবুজঘাসের পরে-হাজারবছর ধরে
মাঝেমাঝে মাথা তুলছে ফুলপরীদের ঘর-বাড়ি-
এমন একটি দৃশ্যের ভেতরই-আমি প্রতিদিন যাওয়াআসা করি- যদিবা এমন পথের পরে- মরে যেতে পারি-চাই না আটমহলের জৌলুশঘ্রাণ চাই না মাধুরীয় হুরনারী....