♣
আমাকে ধাওয়া করছে
আমার সন্তান
আমার স্ত্রী
আমার পিতা
আমার মাতা
আমার ভ্রাতা
আমার বোন—
আমাকে ধাওয়া করছে,
আমারই সকল আত্মীয়-স্বজন—
আমাকে ধাওয়া করছে
সমাজের প্রতিনিধি
রাষ্ট্রের নেতা ও ধর্মের পুরোহিত—
আমাকে ধাওয়া করছে
একটি স্লোগান
একটি ভাষণ আর একটি
অতিচেনা আবহ সঙ্গীত—
আমি দৌড়াচ্ছিতো দৌড়াচ্ছি
একটু একটু করে
আমার শরীরের আয়তন বাড়ছে
উপরে
নিচে
এবং পার্শ্বে
আস্তে আস্তে আমার
শরীর যেন পর্বতের রূপ
পরিগ্রহ করলো
আর আমার পেছনে হ্যামিলনের
গল্পের মত
দৌড়াচ্ছে মোহগ্রস্থ
ইঁদুরের পাল—
পথে কোনো দুর্ঘটনা না ঘটায়
আমাকে দৌড়াতে দৌড়াতে
এরা পৌঁছে গেলো
ঠিক
বঙ্গোপসাগরের উপকণ্ঠে—
এরপর বহু কষ্টে ওরা আমাকে
সমুদ্রে নিক্ষেপ করে
ওরাও একে একে
লাফিয়ে পড়লো আমার ঘাঁড়ে—
মশার যন্ত্রণায়
মেয়র মশাইকে আমি দুবার
দুটো গালি
দিয়েছিলাম বটে
কিন্তু কসম আল্লার
আমিতো কবিতা
ছাড়া আর কোনো
বাঁশিতেই সুর তুলি নি......