এই বিপুলাসংসারে
সকলে এক অন্তিম দণ্ডাদেশ
মাথায় নিয়ে ঘুরি-
নাটাই হাতে দাঁড়িয়ে
মুচকি হাসিরত মহাকাল
আমরা খেলি ওড়াউড়ি-
বিশাখার রঙ-এ
তামাশার ডঙ-এ
জিঘাংসার উল্কি এঁকে মুখে
ভাসি আর হাসি
হাওয়ার অন্ধকারে-
আমরা মানুষ! ফানুশ! বেহুশ
ভয় দেখাই -আর ভয় পাই
কখন কেবা কারে-
যদিবা অন্তিম নিদান
আগামে জেনে যেতো কেউ
দড়িছেঁড়া গোত্তায়
কি ফেটে পড়তো সেও-
আজ দুচোখের কার্নিশে
সেসব প্রশ্নেরা কেবল ভাসে
অদূরে আবারও মহাকাল দাঁড়িয়ে মুচকি হাসে