আরেকটি ফাগুন পেলে আমি প্রেমিক হয়ে যেতাম
তোমার ওষ্ঠজাত তিলজোড়ার প্রশংসায় রচনা
করতাম একেকটি মানপত্র
তোমার অভিমান ভাঙাতে অগস্ত্যযাত্রার হুমকি
দিয়ে সুরার আসর বসাতাম বারাঙনার আড্ডায়
আরেকটি মার্চ পেলে আমার তর্জনীও পেতে
পারতো মহাকবির খেতাব
আরেকটি ভাষণ পেতো মহান সংবিধানে স্থান
আরেকটি ফুল ফুটলে
অন্তত আরেকটি চুমোর দাবী নিয়ে বসে থাকতাম
তোমার আঙিনায়
আরেকটি কুয়াশাকাতর ভোর পেলে নিজেকে
ডুবিয়ে দিতাম তোমাকে ছুঁয়েযাওয়া শিশিরে
আরেকটি বৈশাখ পেলে পেকে ঝরে যেতাম তোমার স্নানকরা পুকুরে
আরেকটি.........

নাহ
অসংখ্য সুন্দরতম ছোজনারাত্রি মাড়িয়ে
আমি পেলাম নিজহস্তজাত  অভিসম্পাত
আমার পা হতে হাতের তালু জলমগ্ন আজ
নিজেকে সাবমেরিনের অভিধা দিতে মন চাইছে
নিজেকে ভাবতে চাইছি সিন্ধুসেঁচা ডুবুরি
কিন্তু
আমার যে দম বন্ধ হয়ে আসে
আমার দুচোখে শকুনেখাওয়া আমারই লাশ ভাসে
রাজাসনে ;
শয়তানে আজাজিল হাসে ফেরেস্তার ছদ্মবেশে!

সারাজীবন মানুষকে জেনেছি ধর্ম আর মিথ্যাকে
জেনেছি পাপ
কাগুজে ধর্মকে বাঁচাতে মরিয়া মানুষ ; মানুষ
মরে যায় যাক...

আমি এক্ষুণি মরবো!  কিংবা মারবো
কিংবা মেরে মেরে মরে যাবো

আমাকে একটু কাগজ দেবে?
দেবে আমাকে একটি কলম!
তোমাদের ধর্মরাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
মৃত্যুকে জড়িয়ে ধরার আগে
আমি অই মেকি ধর্মেশ্বর,  রাজা,  উজির ও রাষ্ট্রসভ্যতার মৃত্যুদণ্ড লিখে যেতে চাই