মুখোশ
// আজগর আলী//

ক্ষুধিত শকুনের সাথেই
ওঁৎপাতা হায়েনার গভীর সখ্যতা হয়েছে
জমেগেছে দুনিয়াব্যাপী বাহারী রক্ত-মাংসের হাট-

পৃথিবীর কপালে ফুটেছে
চিন্তার গভীর বলিরেখা ভাঁজ
ড্রাকুলা ভ্যাম্পায়ার ধরেছে সাধু আর সাধ্বীর ঠাঁট-

শান্তির ফেরিওয়ালার ছদ্মাবরণে
এরা ঘুরে বেড়ায় উত্তরমেরু থেকে দক্ষিণমেরু
কিংবা মাশরেক থেকে মাগরেব তক-

হরেক রকম ঔষধির পুটলি কাঁধে
ফেরি করে অন্দরে লুকিয়ে কালফণীবিষ এরাই ঠক-জোচ্ছর ভণ্ড-প্রতারক......

আমাদেরেই টেনেছিঁড়ে খুলতে হবে
এদের গিরগিটি মুখোশ আর যত পায়রাবৎ ঠাঁট-

আড়ালে লুকিয়ে আছে কতশত ললুপ-লেলিহান নখদাঁতজিব বাহিরে কতটা ফিটফাট!