মহাজন!

আজগর আলী

                    এইজন
               সেইজন করেকরে
         কতজন আমাদের এ পাড়ায়
   মহাজন বেশে আসে আর যায় তরতর
   করে মঞ্চ কাঁপিয়ে সদর্পে শুনায় কেবল
হিমালয় ছোঁয়ার প্রতিশ্রুতির গান-স্লোগান-
                 আমরাও কান
         পেতে শুনি আর মনেমনে
       গুনি হিমালয় আর কত ধাপ?
      এইসব মহাজন ঝোপ বুঝে কোপ
    মেরে সমূলে খেয়ে ফেলে আমাদের
বাপদাদার প্রোথিত গাছের আগাগোড়াডাল-

               আকাশ ছোঁয়ার নেশায়
       আত্মভোলা আমরাও ফ্যালফ্যাল
  করে তাকিয়েই থাকি শুধু হিমালয়চূড়ায়-
অবশেষে আমাদেরে তলে রেখে তলেতলে

ভূতল থেকে ওরাই চূড়ায় উঠে আমাদের দেখায় শুধু তাদের উত্থিত শিশ্নের ডগা।