জন্মের দোষে দোষী মানুষেরা সব মরে ভুত হয় হোক..... ..
ব এর আদলে একটা মানচিত্র  গুম হয়ে যাক গেরুয়া কসাইয়ের পুরোনো চায়ের কাপে.....বধু এ পৃথিবী মেপে মেপে পুরোটাই হেঁটে চলে যাক তুমুল ওলট পালটের দিকে... আমরা একটা কথাও বলবো না....

এই মাতাল সন্ধ্যার কণ্ঠস্থিত রাত আমরা বিফলে যেতে দিতে পারি না..... এসো আদিম বসনে সজ্জিত হও....প্রস্তুত করো অন্তত শতটা শতাসন। পৃথিবীর তামাম কুণ্ঠাবোধ পালিয়ে
যাক তোমার ওষ্ঠের একটিমাত্র চুমুকে...আমাদের শারীরবৃত্তীয় বিচিত্রালাপে  মুখরিত হয়ে টিকটনিকের সবকটি প্লেট কাঁপতে থাকুক সরোষে  .

বিপাকে পড়ে যাক স্বয়ং ইশ্বরও..

এ কী!
ইশ্বর হুলিয়া দিয়েছেন বলে আমি তোমাকে ছোঁব না!

শোন, প্রেম আর কামের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় হয় রাষ্ট্র নাহয় ; না হয় কী?

:- শয়তান

না না  ইশ্বর...

আমরাতো  ও দুটোর বুকে লাথি মেরে এসেছি বিগত ফাগুনে...
আগুনে পুড়তেই যখন হবে তখন উপভোগ্য হোকনা
তার সবকটি আঁচ...

এসো নত হও
বাজে আলাপ রেখে
ব্রত হও কাজে

পৃথিবীর তামাম নপুংসক মৌমাছির বাসা পুড়িয়ে
বধু এ রাতেই জন্ম দেবো কমপক্ষে একফোঁটা, এএক ফোঁটা  ত্যাজি মধু......