ঘুম ও দাঁড়কাক
//আজগর আলী//
কাঁঠালের আঠার মত লেগে আছে দুচোখে রাজ্যের ঘুম- পড়ে আছে দুনিয়ার কাজ-অকাজ আর আমি যে ভুলেছি বেমালুম-ভোরের নরম বাতাস আলতো করে দুগালে চিমটি কাটে-কে আর শোনে কার কথা লেপ মুড়ে আরও বেশি জুড়ে থাকি খাটে- জানলার কাছে ভিষণ্ণ ভঙ্গিতে ডাকে একটি অচেনা দাঁড়কাক-নিমিষেই ঘুম ভাঙ্গে জেগে উঠি- ভীষণ হতবাক!