ভয়
//আজগর আলী//
রাতের সাদৃশ্যের ভেতর/ নির্দ্বিধায়--সেঁধে যায় ওরা আমাদের সন্তান /এ সব দৃশ্যগামী জলে টলটল করে কাঁপতে থাকে একটি বিব্রত রাজহাঁস / একগাছি জঙ্গলচারী ঘাসে পিছমোড়া করে বাঁধা আছে একটি নিঃসঙ্গ তালগাছ / আম্মারা এইসব দৃশ্যের পূর্বাভাস আগেই বাতলিয়ে যায় ইশারায় / তবুও পাথরের আকরে ভেসে উঠে কয়েকলাইন ভুলভাল রূপকথা / এই বুঝি মানুষের ভয়ে কয়েকটি শালিখ ঢুকে পড়লো সাপেদের গর্তে।
রাত
//আজগর আলী//
বিস্তৃত অন্ধকারের করোটিতে ফুটে থাকে গুচ্ছগুচ্ছ করোগেট রাতফুল/ এসব রাতের বিভ্রমের ভেতর / মুখোশপরা মৌ-লোভীরা ঘুরঘুর করে / অদূরে যেনবা একটি সদ্যজাতকের আগমনধ্বনি ভেসে আসছে ইথারে....এসব দৃশ্যের সারমর্মের পুটলি কাঁধে শহরতলীতে ভিক্ষা করে একটি সুনসান বাজপাখি/ করুণ ও ছিদ্রাঙ্কিত বদনে বাঁশের গানে কান পেতে রাখে ও পাড়ার মিথরাখি.....