নিবিড় প্রকৃতি
আজগর আলী
স্রোতস্বলা নদিটি পেরিয়ে দূরের
জোছনাঢালা মহুয়ার বনে
যেখানে একটি তিতির মজেছে কেবল
পাতার সম্মোহনে
যেখানে ছায়ার বিপরীতে একদল করুণমৌমাছি
বীথির সুরুভী মেখে বলছে বেশ ভালো আছি
যেখানে সবুজ আর আকাশ খুব কাছাকাছি-
মেতে আছে প্রাচীন আলাপনে খেলছে কানামাছি-
স্রোতস্বলা নদিটি পেরিয়ে সে মহুয়ার বনে
ঘুমিয়ে থাকে নিবিড় প্রকৃতি গভীর সঙ্গোপনে।
নৈঃশব্দ্যের মৌতাত
আজগর আলী
অদূরে কাঁপছে হিজলের গাছ এক
ডালপালাহীন
তিতির ডাকছে আরেক বিহ্বলসুরে
আমি যে ঠিকানাবিহীন-
উবে গেছে বাতাসের শুভ্রতা
জলমগ্ন হয়ে গেছে রাত
ছড়িয়ে পড়েছে এখানেসেখানে
ওখানে নৈঃশব্দ্যের মৌতাত -