কারা জানি বলপেনের সূক্ষ্মনিবে খুঁজে ফেরে তীক্ষ্ণশৈশব-
ঘোলাটেখাড়ি ছাড়াবাড়ি আর ভূত,
জলাজঙ্গল ঘোরদুপুর ঝর্ণাকলম আর হাই-ইস্কুলের বৈভব-
কারা জানি খুঁজে ফেরে সুনসান শীত মরাক্ষেতের নাড়া আর পোড়াখড়-
ডিমের নামতা আর পাখিদের ঘর-দোর,
উইঢিবির দৈর্ঘ-প্রস্থ-উলম্বের ভেতর তৃণগুল্মের ফাঁকফোকর-
কারা জানি খুঁজছে ক্ষাণিকব্যথা আর তীব্রতর সুখ-
দুচোখের লাইনে হাইতুলে ছুটছে কেবল ভরপুরট্রেন,
অদূরে মুখচেপে হাসছে দুলাইন কবিতা চমৎকারবিসুখ-