🎇🎇🎇🎇🎇🎇
আমাদের সে স্বপ্নগ্রাম,মাতৃকুটির, হিজলবন, কদমফুল, শাল, জারুল, অর্জুনগাছ, শাপলাঘন বিল আর সকল স্বজন আত্মপরিচয়সমেত গুটিসুটি মেরে বসে আছে কোনো এক মায়াবীনদীর পাড়ে—
ভেঁড়ার পাল মোষের বাথানে মুখরিত আমাদের মাঠগুলোতে ছড়িয়ে পড়েছে কৃষকের দীর্ঘশ্বাসজনিত অন্তিম দাবানল—গ্রামের সবচে প্রবীণ অশ্বত্থের গাছে বাসা বেঁধেছে বৈদ্যুতিক তার, ডিশ অ্যান্টেনা, আর জে ফরটি ফাইভ আর অফটিক্যাল ফাইবারের ছা-পোনা-মা—
গ্রামের প্রতিটি সকাল জেগেওঠা কিশোরীর হাসিমাখা মুখশ্রীগুলোতে ফুটে উঠেছে একেকটি ঝলসানোরাত—
মহাজনদীঘির পাতিহাসেরা পানকৌড়ি আর ডাহুকীর সাথে চিরজলমগ্ন হয়েছে অনন্তঅভিমানে—
উন্নয়নের মহাপাতকে আমরা চিরঅভিসম্পাতিত হয়েছি—আমরা গ্রামে যাবো না—আমরা গ্রামে যেতে পারি না —আমরা গ্রামে যাই না—
চোখধাঁধানো হাতিরঝিল থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা টু চট্টগ্রাম নয়ানাভিরাম ফোরলেন রাস্তা, মেট্রোরেল এবং অগুন্তি ফ্লাইওভার বেয়ে ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল পেরিয়ে আমরা পৌঁছে গেছি মহাশূন্যে এক্সোমণ্ডলে—
আমাদের পরিকল্পনামন্ত্রকের সকল পরিকল্পনা ঠিক-ঠাক থাকলে আগামীদশকে আমরা পৌঁছে
যাবো শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, গ্যালাক্সিমণ্ডলি
এমন কী সিদরাতুল মুনতাহা ডিঙিয়ে ঠিক আল্লার বরাবর—
যেহেতু সাতআসমান ডিঙাতে হলে আমাদের প্রয়োজন অপার জ্বালানী আর অনন্তরসদ—এখানে আমাদের অনেক অনেক কাজ—
উন্নয়নের মহাপাতকে আমরা চিরঅভিসম্পাতিত হয়েছি—আমরা গ্রামে যাবো না—আমরা গ্রামে যেতে পারি না —আমরা গ্রামে যাই না।