(উৎসর্গ - শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন)

সেনাবাহিনী বলবান, প্রতীক সাহস ও শৌর্যে,
স্বাধীনতা, সার্বভৌমত্বে প্রাণপণে লড়ে দুর্যোগে
দেশপ্রেমের শপথে বলীয়ান, তারা জাতির অহংকার
জাতির সংকটে বুক পেতে দাঁড়ায়, আমৃত্যু মহীয়ান ।

যৌথ অভিযানে, হায়েনারা কেরে নিলো প্রাণ
চাকুর ধারায় ত্যাগের স্রোত বয়ে রক্তের ঝরনায়
জীবন দিলে মুহূর্তের নিষ্ঠুরতায়, সঙ্কোচের ক্ষণে
সাহসিকতা মুছে গেলো হিংস্রতার আঘাতে
তোমার অবদান অমলিন, আমরা বেঁচে রইবো তাতে ।

তুমি হারিয়ে, আলোর পথ রয়ে গেলো জাগ্রত
ত্যাগের গান গেয়ে যাবে প্রজন্ম
নিঃস্বার্থ বীরত্বে জ্বলছে মুক্তির প্রদীপ,
তুমি অক্ষয়, তোমার জন্যই মুক্তির সূর্যোদয়।