অন্তর্গত সুরের শিকড় ভেদ করে ছুটে চলে অনন্তের জলধারা,
দূর নীলিমায় ছায়া ফেলে আশা আর কামনার মেঘ,
প্রাণ প্রকৃতির প্রাঙ্গণে স্পন্দন গড়ে স্বরলিপি-বুনন,
প্রেমের সুরে বাঁধা মুক্তির স্বপ্ন, ছুঁয়ে যায় মনের মঞ্চ,
গুছান ছন্দে বেজে ওঠে নিবিড় ভালোবাসা ।
অনুভবের গভীরে স্বরলিপি মিশে রাঙায় অন্তরের বাণী,
বহতা স্রোত ভাসিয়ে যায় নিবিড় আশ্রয়ে,
বিরুদ্ধতার আঁধারে উচ্চারিত আলোর মৃদু কলকলানি,
সুখের সুরে অনুরণিত প্রাণের অলঙ্কার—শুদ্ধতার অনন্ত রশ্মি,
ভাঙনের পার ভেদে রশ্মিতে বোনা থাকে মিলনের আহ্বান।
স্বরলিপি রাখে ধরে মুগ্ধতা জাগ্রত পথের ধ্রুবক চিহ্ন,
শ্রাবণের ঝড়ে বিরাজিত শান্তির কোমল মাধুর্য,
প্রত্যাশার চিরন্তন সুরে নন্তের গহীনে বেজে ওঠে অনুরণন,
নীরবতা ভেদ করে জ্বলে ঐক্যের প্রগাঢ় প্রদীপ,
মিলনের উষ্ণতায় উৎপাদিত হয় সুগভীর বন্ধন ।
বজ্রকণ্ঠে ধ্বনিত হয় চিরস্থায়ী ঐক্যের বাঁধন,
ভাঙা পথে সৃষ্টি হয় সুগন্ধি আশ্রয়ের নয়া প্রান্তর,
সমস্ত রুদ্ধ আহ্বানে ধুয়ে যায় নীরব আঘাত, সব বিরহ,
প্রাণের উন্মেষে ছড়িয়ে যায় প্রেমের দুর্লভ সৌরভ,
সহিষ্ণুতার স্পন্দনে ধ্বনিত হয় অমৃত সুধার কানন ।