নিঃশব্দ গহ্বরে জেগে ওঠে আদিম সূর্যের আভা,
অস্তিত্বের মৌলিকতায় মিশে অপরিসীম ঐশ্বর্য,
প্রাণের অতলে নির্গত হয় শাশ্বত বাণীর ধারা,
চেতনার গূঢ় স্তরে প্রতিধ্বনিত মহাজাগতিক সত্য,
বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়ে শুদ্ধতার আহ্বান।
ঘন অন্ধকারে ভাসে শ্বেতবর্ণ ধ্রুব আলোকরেখা,
সীমাহীন নীরবতা ভেদে ধ্বনিত চিরন্তন শব্দ,
রহস্যের অন্তঃস্থলে জেগে থাকে মহিমাময় ভাষা,
নিঃশ্বাসে লুকায় অব্যক্ত শুদ্ধতার স্পন্দন,
মহাকালের প্রাঙ্গণে উন্মোচিত নিগূঢ় মর্মবাণী।
ধমনী-শিরায় বহমান পরিপক্ব প্রজ্ঞার স্রোত,
গভীর নীরবতায় অলঙ্ঘনীয় সত্যের উদ্ভাস,
চেতন সত্তার অগোচরে বাজে অবিরাম মন্ত্র,
শূন্যতায় প্রতিফলিত বিশুদ্ধ আত্মার রূপ,
শব্দহীন অস্তিত্বের অন্ধকারে উৎসারিত বিপ্লব।
শূন্যতার অতল থেকে জেগে ওঠে মর্মরিত প্রণয়
তরঙ্গে গাঁথা থাকে চিরন্তন ঐশ্বর্যের দ্যোতনা,
চেতনার সীমান্তে ছুঁয়ে যায় জাগতিক অমৃতের নহর,
অপরিসীম স্তব্ধতায় উচ্চারিত সৃষ্টির প্রাচীন অনুরাগ
শুদ্ধতার স্পন্দনে নৃত্য করে অনন্তের নিঃশব্দ সঙ্গীত।