স্বপ্নের জালে মোড়া প্রতিশ্রুতি, আড়ালে লুকানো ভ্রান্তি
জনতার কান্নায় ভিজে পথ, শাসনের নামে শুধু ভণ্ডামি
তোমার আশ্রয়ে আমি ছুটেছি, আমার আশ্রয়ে তুমি
এভাবেই চলছে রাজনীতির চামচামি।

প্রয়োজনে প্রতিশ্রুতি, জীবন, মানে খুসির বন্যা
অপেক্ষার হয় না শেষ, প্রতিনিয়ত ভাঙে নতুন কৌশল
অসহায়ের হাহাকার আকাশ ভারী, শহরের বুকে লাশের মিছিল,
হাতে রক্তের নাচন, শাসকের মুখে নিষ্পাপ হাসি ।

জনতার রক্তে রাজমহল, রাজপথে হতাশার ধূলা,
বিচারের নামে বেচা ন্যায়, স্বার্থের মাঠে পরিণত দেশ
নির্বাচনের নামে তামাশা, ভীতিতে কাঁপে নাগরিক মন,
ভোটের বাক্সে জালিয়াতির খেলা, বৈষম্যের শেকলে বাঁধা গণতন্ত্রের স্বাধীনতা ।

পথে দাঁড়িয়ে কাঁদে মা অপেক্ষা অন্তহীন, সন্তান কখন ফিরবে
রাজনীতির রক্তে শোষণের গল্প, হিসাব রাখে না কেউ
সোনালী আশ্বাস, ভেতরটা শূন্য প্রতারণা, স্বপ্ন ভাঙার শব্দ
নেতা আসে, নেতা যায়, জনগণ অবহেলিত ।

কর্মহীন যুবকের চোখে শুধুই অভিমান,
আশ্বাসের বৃষ্টিতে ভিজে মাঠ, ফসল মেলে না
কথায় বিষ মিশে নতুন প্রলোভন, চাকচিক্যের আড়ালে কষ্টের ছাপ,
রাজনীতির মুখোশ খুলে অন্ধকারে ডুবে সব ।

অন্যায়ের পাহাড় গড়ে, ন্যায়ের কণ্ঠ রুদ্ধ
শাসকের দখলে ক্ষমতা, প্রতারণার ক্ষতচিহ্ন
শোষণের শিকল ভাঙতে জানে না, মুক্তির দুয়ারে করাঘাত
ভ্রান্তির জালে বন্দী জনতা, আশার কোনো ঠিকানা নাই ।

নেতারা মুখোশ পড়ে, সময়ের সাথে বদলায়
আমরা ছুটে চলি নতুন আশায়,
তোমার আশ্রয়ে আমি ছুটেছি, আমার আশ্রয়ে তুমি,
এইভাবে চলছে রাজনীতির চামচামি।