প্রবাহিত শৈত্য-মানবিক সঙ্কট
প্রবাহিত শৈত্য বিপর্যস্ত মানবিক জীবন
থর থর কাঁপে কঙ্কালসার অস্থি
গ্রন্থি আটকা বায়ু থাকে স্থবির
বিস্ফারিত হয় কিছুক্ষণ অগ্নি ধোঁয়ায়
হাড়ের উষ্ণতা কেঁড়ে করে প্রবেশ ।
মোটা কাপড় মোড়ানো দেহ মস্তিষ্কে উদয়
কুয়াশার সূর্যে করে জ্যোৎস্না স্নান
বীর দর্পে হন্তদন্ত পৃষ্ঠে আটকে মানুষ
ভূলুণ্ঠিত মানবিকতা মানবিক অস্তিত্বে ।