সময়ের প্রান্তে নিঃশব্দের বুকে স্তব্ধ দোলাচল,
অস্তিত্বের আড়ালে চাপা পড়ে অব্যক্ত ক্রন্দন,
দেয়ালে প্রতিফলিত নিঃশব্দ আকুতি, অস্থিরতার ছবি,
আলোকছটার ভেতর বেঁচে থাকে স্বপ্নহীন চেতনার প্রতিধ্বনি,
নির্বাক আত্মার অনুরণন প্রবহমান নৈরাজ্যে বিলীন মানবিক সংলাপ।

মিথ্যা আলোর ঝলকানিতে দমিত প্রাণের স্পন্দন, ডুবে সত্যের উপলব্ধি,
ধোঁয়াশায় ঢাকা চেতনার পরিধি, ক্ষীণ হয়ে আসে মানবিকতার আহ্বান,  
অদৃশ্য মোহে আচ্ছন্ন আত্মার অন্বেষণ, নিভে নিস্তব্ধ শুদ্ধতার প্রদীপ,
প্রাণহীন রুক্ষ পথে হারানো আর্তনাদ, যান্ত্রিকতায় পিষ্ট প্রকৃত সৌন্দর্য,
ছদ্মবেশে চাপা পড়ে মৌলিক রাগ, বিলীন— আদর্শের নির্বাক প্রতিচ্ছবি।

অরণ্যের নিঃসঙ্গ দিগন্ত, ভাসমান সভ্যতার নির্জীব প্রতারণা,
গন্তব্যের অনুপস্থিতি-অবিরাম ছুটে চলা, কৃত্রিম ভাবনার পরিসর,
বিষন্নতার অদৃশ্য ছায়াপথ, পরিবর্তন গড়েছে নৈঃশব্দ্যের প্রাচীর,
বিকৃত দাম্ভিকতার হাসি, উশৃঙ্খল মিছিলে থমকে যায় ক্লান্ত বিকেল,
মায়াহীন বাস্তবতায় মিশে মানবিক কোলাহল, উত্থান— নগ্ন নির্মম বন্দনা ।

কংক্রিটের বুকে অসহায় আর্তনাদ, শূন্যতায় চাপা নিগূঢ় অনুভূতি,
অহংশক্তিতে হারায় অন্তর্গত সত্য, আকাশছোঁয়া ইমারতে খুঁজে মুক্তি,
ব্যস্ততার ছদ্মরূপে মায়ার ছদ্মবেশে ঢেকে যায় স্বপ্নের আলো,
রূপালি ভ্রান্তির বন্দনা, সন্ধ্যার বাতাসে ভাসে অ-প্রাকৃতিক রুক্ষ গন্ধ,
বিলীন বুদ্ধিমত্তা প্রকৃতির রূপ, কৃত্রিম প্রতিচ্ছবি—অসহায় নিঃসঙ্গ।

অবচেতন ক্লান্তি, নিষ্প্রাণ আয়নায় প্রতিফলিত আত্মার হাহাকার,
হৃদয় অন্তঃশূন্য, অভিজাত আভরণের ইন্ধনে বিভ্রান্ত মনোজগৎ,
প্রলোভনের ফাঁদে বন্দি শূন্য চাহনি, অর্থহীন যাত্রার ক্লান্তিকর পুনরাবৃত্তি,
সময়ের অবিরাম ঘূর্ণিতে হারায় উষ্ণতা, আধুনিকতার পরতে লুকায় মিথ্যা,
মুখোশধারী উজ্জ্বল রঙেও বিষাদমাখা ধূসরতা, বিলোপ— সৌন্দর্যের ভাষা।

চেতনার ধূলিকণায় নির্জনতার গ্লানি, আড়ালে হারায় মৌলিকতা,
আঘাতে বিবর্ণ চিত্রপট, প্রত্যাশার মিথ্যে প্রদীপ জ্বালিয়ে অন্তর্দাহ,
অবচেতনে গুমরে মরে আকাঙ্ক্ষার প্রলাপ, অপ্রকাশিত অনন্ত ভাষ্য,
আলোর অভিলাষ, তর্কের আড়ালে নির্বাসিত নিভৃত সৌন্দর্য,
ইতিহাসের বিস্মৃত অনুভব, অলঙ্কারের আবরণে— আজ শব্দহীন।