দ্বন্দ্ব-দ্বান্দ্বিকতা তীব্র-সংকটাপন্ন মনুষ্যত্ব
জৈবনিক প্রক্রিয়ায় পিষ্ট অস্থি-মাংস
মজ্জায় নির্গত আঘাত- বিষাক্ত করে হৃৎপিণ্ড
ধ্বংসের নিকটবর্তী হয়ে ফিরে বার বার
আজন্ম অতীত পরাবাস্তবের ভরে গড়ায় কাল্পনিক সত্যে
নিত্য নৈতিকতা পূর্ণ করে কিছু পাপ- আর
প্রতিশোধের নেশা পরিপক্ক করে পাপফসল
অন্ধ-আমিত্বের জীবন্ত দাম্ভিকতায় চিরন্তন ভুল
অগোছালো করে অস্তিত্বের শিকড় ।
সূর্যেরে আভরণ রাত্রি গড়ায় জ্যোস্নায়
পরিপূর্ণতা করে দান- মেঘমুক্ত আকাশ
জীবন-প্রেম-মানবিক অনুভূতির স্বচ্ছ বলয়
হয়ে উঠে নান্দনিক গদ্যময় ।