কল্পনার গর্ভে জন্মানো আশা, মহাকালের লুকায়িত সুর
রাত্রির স্নিগ্ধ নীরবতায় শুধু স্নায়বিক ক্লান্তি
অপেক্ষার দীর্ঘ সন্ধ্যায় সীমিত সীমানা মিশে
ব্যর্থতার গতি, আশা দীর্ঘ পথের প্রান্তে
ক্রমবর্ধমান হতাশায় নির্বাপিত সৃষ্টির আগুনে
রহস্যময় আশ্রয়, সঞ্চারিত হয় জ্যোতির্ময় এক প্রাণ
মরচে বোধের চিহ্ন ধ্রুবতারকার মূর্ছনায় সজ্জিত এক নতুন পৃথিবী ।
মৃত্যু সন্মুখিন প্রতিটি পদক্ষেপ ধুম্রজালে আবৃত,
অন্ধকারে স্ফটিকের মতো দীপ্তি, শূন্যতার গভীরে সৃষ্টি অমলিন
বিস্মৃতির কোণে ক্ষুদ্র নক্ষত্রের মতো সৃষ্ট অনন্য আশার সঞ্জীবনী
অভ্যন্তরীণ উত্তরণের স্রোতে, সময়ের ধারায় নিরন্তর প্রবাহিত
ধ্বংসের দেয়াল ঘেরা, অমোঘ নিয়মের নিষ্ঠুরতা,
ধোঁয়াশার নীরব পাহাড়ে জন্ম সূর্যের অশ্রু।
সুদূর মহাকাশে সঞ্চিত থাকে এক নতুন গন্তব্য
অন্তহীন অজস্র আশার প্রতীক্ষা, পায় নির্বাণ শক্তি
শূন্যতার অবসানে অবাক বিস্ময়ে উজ্জ্বল, তীব্র সোনালী স্নিগ্ধ আলো
চিরন্তন দ্বীপের মতো স্পষ্ট নতুন সত্য উদ্ভাসিত হয় নতুন সূর্য।