অসার দেহ অস্থির উচ্চরক্তচাপে
নিস্তব্ধ স্থির নিরন্তর বোঝা চৌকির পৃষ্ঠে
অমোঘ অন্ধকার ঘুমহীন দৃষ্টির হতাশায়
বয়োবৃদ্ধ জীবনে ব্যর্থতার ছাপ স্পষ্ট।
নিরুত্তাপ স্নেহ-মায়া দায়হীন ভালবাসায়
পাঁজরভর্তি দুঃখবাস্প অশ্রু হয়ে গড়ায়
অসীমের মন সীমার বাহিরে বলে কথা
কত দুঃখের জন্ম দিয়েছি তুচ্ছ হাসির ছলে।
কথাচ্ছলে পরিহাস উক্তির বিদ্রুপে জর্জরিত অস্তিত্ব
অসহায়ত্বের চাপে বর্ষিত হয় অনিষ্ঠের বাণী
উল্টো আবার শোধ করে দেয় কণ্ঠঋণ
স্বউক্তি স্বীকার জন্ম কার ভুল ছিল।