ভদ্রতার বেশে মহাজনী করে
ফেসবুকের শিয়াল
নানান জটিল ফর্মুলায় করে আত্মসিদ্ধি
দ্বিনেত্র দৃষ্টি দিয়ে করে মাংসের সন্ধান
অস্থিভেদ করে চুষে মজ্জা
কংক্রিটের ঘরে এ শিয়ালের বাস ।
নগর সভ্যতা বুঝে দালালীপনায় পক্ক
ফেসবুকের শিয়াল
স্থিরকে অস্থিরতায় রূপান্তরিত করে
বাক্যবাণে পর্যুদস্ত বরেণ্য পণ্ডিত
অন্যের হস্তে রেখে বন্দুক করে নিশানা
নব্য বাঁশের সাঁকো পেরোয় নির্দ্বিধায় ।
তিনশো ষাট ডিগ্রী অক্ষিগোলক করে
ফেসবুকের শিয়াল
সন্মুখ-পশ্চাৎ গোলকে আবদ্ধ করে দৃষ্টি
মন্ত্রজালে ফাঁসায় সহজ সরল
নিপুণ দক্ষতা স্পষ্ট করে ধর্মধ্বজী আচরণ
প্রমাণিত হয় মানুষের চেয়ে শ্রেষ্ঠ ।