পথে বাঁধা, কোথাও নেই আলিঙ্গন, হারায় ভালোবাসার শ্বাস,
শান্তির বীজ মরে কঠিন হৃদয়ে জন্মে বিরোধের অমলিন ছায়া,
এক অলীক বিষ, করে ক্ষয় মহত্ত্বের, ফুটে অহংকারের দৃষ্টি,
হৃদয়ে ব্যর্থ সহমর্মিতার আহ্বান, সীমানা গড়ে বিরোধের রেখা
জ্বলে আলো সমান, সম্পর্কের বিপর্যস্ত গঠনে দ্বন্দ্বের বাঁধন ।
মানুষে মানুষে দ্বন্দ্ব, ভাঙনের রচনায় অশান্ত মায়াজাল,
সীমাহীন ভিড়ে হারায় উচ্ছ্বাসের মূল কাহিনী
শান্তির ছন্দ ভাঙে অপরের দ্বৈরথ, চিত্ত মাঝে বিরুদ্ধ স্রোত
হারায় সহজের পথ জটিলতার অন্ধকারে,
হৃদয়ের মঞ্চে প্রকৃতির অবিচল শূন্যতার ছায়া ।
বিরোধের আস্তরণে ঢাকা পড়ে মিলনের রূপ,
দুঃখের আঁচলে বাঁধা থাকে খুশির শব্দ,
ছন্দহীন বৃষ্টি নামে দ্বন্দ্ব ঘেরাটোপে,
প্রকৃতির গভীরতায় খুঁজে পায় শূন্যতার রেশ,
প্রতিধ্বনি মানুষে মানুষে বিরোধের অনুচ্চারিত শ্লোক।
স্বার্থের মোড়কে ঢাকা পড়ে ভালোবাসার আভাস,
জ্বলজ্বলে তারাগুলো হয় নিস্তব্ধ,
বিরোধের রূঢ়তায় জন্ম নেয় বিভেদের কাঁটা
বিশ্বাসের প্রতিমা মুছে মিলনের স্বপ্নকে করে ধূলিসাৎ,
বিরোধের শক্ত জালে চিরদিনের মতো হারায় স্বচ্ছতা ।
শান্তির হৃদয় নিরন্তর, নিচে দ্বন্দ্বে ভরা
বিদ্বেষের মেঘে ঢাকে চিরন্তন সুখের আলো
স্বস্তির সব গাথা বিলীন ক্রোধের গর্জনে,
বিরোধের অন্ধকার উঁকি দেয় সান্ত্বনার ভাষায়
শত্রু গহ্বরে অহিষ্ণুতার আলোয় প্রাণ হয়ে ওঠে ক্ষতবিক্ষত।
বেড়ে চলে দূরত্ব, হারায় অস্তিত্বের গল্প
ফিরে আশা, জন্ম নেয় দ্বন্দ্বের বিষণ্ণ দহন,
শুধু দুঃখের আবরণ, অবশিষ্ট থাকে সব বিরোধ
দ্বন্দ্বের এ দীর্ঘ ছায়ায় আবদ্ধ রয় বিভ্রান্ত,
বন্ধ থাকে বহুদিন ঐক্যের দুয়ার ।
নিয়মের মাঝে বাঁধা, মানব প্রকৃতির দ্বন্দ্বমুখর নৃত্য
প্রতিবিম্বিত হয়ে ফিরে সংঘর্ষের প্রতিধ্বনি
বিভেদের অন্তঃস্থলে চাপা পড়ে স্বাধীনতার নাচন
উৎসব আসে উদযাপিত হয় নিয়মের বলয়ে
ছন্দের মাঝে দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব শুধু মানুষে মানুষেই।