এ শহরে নিঃশ্বাসটা,
ভারী হয়ে আসে,
বাস্তবতার ব্যস্ত দূষণে.....

ভালোবাসা ঢেকে গেছে,
ধোঁয়াশার চাদরে,
অনুভূতিতে তাই বাড়তি কার্বন.....

কোলাহলে ভরা চারপাশে
শুধুই হাহাকার,
অট্টালিকা গড়ে আর্তনাদের দেয়ালে.....

সম্পর্কের আন্তরিকতায়
ধূলার চর পরেছে,
হারিয়েছে তার আত্ম শিকড়.....

লোকালয়ের ভিড়ে থেকেও
হারিয়েছি সত্তা,
বেওয়ারিশ হয়েছি তোমাদের শহরে.....

এখন,
দেহটা ই শুধু নড়ে চড়ে,
আত্মা টা নির্বাসনে.....