খুব ভয় হয়,
যদি এ পথের শেষ না হয়.....

যদি.....
রাত্রির আঁধার না ফুরায়,
প্রভাতের আলো মেঘে লুকায়,
দুপুরের তপ্ত রোদ ভীষন্ন হয়,
গোধূলির আলোয় তিক্ত লাগে,
অস্তিত্ব আমায় হারায়.....

যদি.....
ভালোবাসা গুলো অবেলায় যায় চলে,
স্নেহ-মমতার বাঁধন যায় খুলে,
ঘৃণার প্রাচীরে আমায় বন্দি করে,
বন্ধুত্ব নামের ভ্রাতৃত্ব গুলো ছিন্ন করি,
কাছের মানুষ গুলো ঝাপসা মনে হয়,
প্রশ্নবিদ্ধ হই, আমি কে.....?!

যদি.....
অকারণে নিজেকে লুকাই,
অভিমান করে দূরে হারাই,
ফিরে পাওয়া ভালোবাসাকে আবারো কাঁদাই.....

খুব ভয় হয়,
যদি এ পথের শেষ না হয়.....