খুবই খেয়ালি লেখনি,
১০ মিনিট ২২ সেকেন্ডে
আবৃত্তিতে ভরাট কন্ঠ স্বর।
বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা ছিলো,
বিশ্ব নেতাদের করা হলো তুলা ধুনা।
কিন্তু
ঠাই হয়নি এই হতভাগা দেশটির.....!!!
খুব সাবধানী, আত্ম সম্মানী ছিলো সে
তার কলম স্পষ্ট ছিলো শোষকের জন্য,
তার কলম কেঁদে ছিলো মানবতার জন্য,
তার কলমের রক্ত টগবগ করেছিলো
মানুষকে পণ্য করার বিরুদ্ধে.....!!!
অথচ
দুর্ভাগ্য এই দেশটির জন্য তার কলম চলে নি।
হাসপাতালের গেটে লাশ হয়ে কাটে,
অব্যবস্থা ভরা স্বাস্থ্য বিধির জন্য।
অনহারিদের পেটে জুটে নি খাবার
এ যুগের বর্গি-হায়না দের জন্য।
ভাবেনি মন্ত্রণালয়-দপ্তর-অধিদপ্তর
আর সরকারী লাল দালান গুলোর বাহিরেও তো
বেতন ভুক্ত কর্মচারীরা বাস করে,
যাদের ঘরে সুখ পাখি পোষে এই ক'টাকায়,
কতো লক্ষ কোটি টাকা প্রনোদনা পাবে
এ সংগঠন সে সংগঠন,
আসলে মধ্যবিত্তদের কোন সংগঠন হয় না,
ওরা বেঁচে থাকার জন্যই জীবন উৎসর্গ করে
আত্ম সম্মানে.....!!!
ডাক্তার মইনেরই বা কি অপরাধ ছিলো.....?!
গরীবের ডাক্তার বলে
তাকেও চলে যেতে হলো হার মেনে।
নিম্ন আয়ের লোক গুলো
হাসপাতালের লম্বা লাইনে দাড়িয়ে
বেঁচে থাকার এটুকু আশায়,
কিন্তু
এদের জন্য কারও ভ্রুক্ষেপ হয় না,
এরা জাতীয় অধ্যাপক নয় বলে।
আপনি বিশ্ব নেতাদের নিয়ে পরে আছেন.....?!
আপনার নেতারা চাল চুরি করে,
আপনার নেতারা নকল পিপিই দেয়,
আপনার নেতারা করফারেন্স ছেড়ে পালায়,
আপনার নেতারা সব জেগে ঘুমায়।
আর আপনিতো জানেনই,
জাগ্রত ব্যক্তি যে ঘুমের ভান করে
তাকে জাগানো যায় না.....!!!
স্যার,
আসলে বাস্তবতাটা হলো,
এ পৃথিবী ধ্বংসের জন্য
বোমা, মিসাইল, বন্দুক, যুদ্ধ, শিল্পায়ন, বিশ্বায়নকে
খামোখাই দোষারোপ করি আমরা।
সত্যিকার অর্থে কলমই করেছে
এ বিশ্ব ধ্বংস.....!!!
আসলে সবায় রবীন্দ্র হতে চায়,
বিশ্ব জুড়ে তাদের জয়গান
শাষকরাই তাদের ভূষিত করে সম্মান.....!!!
কেউ নজরুল হতে আসে না,
নজরুল শোষনের বিপরীতে চলে,
তাই তাদের বাক রুদ্ধ হতে হয়.....!!!
স্যার
আপনি ভুলে গেছেন,
প্রদীপের নিচেই যে অন্ধকার.....!!!