তোমরা করোনা কে করোনা ভয়,
কাফনের কাপড় ও তো শপিংয়েই হয়।
চীন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি
এরা সবাই ভয়ে মরে আমাদের চিনে নি।
আমরা বীরের জাতি ইতিহাস জানে
নয় মাসে পালিয়েছে বর্গী রা পরাজয় মেনে।
রক্ত দিয়েছি কতো রাজপথে ঢেলে
অন্যায়ের কাছে নিজেকে দেয়নি তো মেলে।
সময়ের ডাকে মোরা হয়েছি উদার
বুকের কলিজা কবু হয়নি শকুনের আহার।
একটি জীবাণুর ভয়ে এ দেহ কাঁপে
এদেশের জীবাণু গুলো কে বা মাপে।
ধান চোর, চাল চোর, গম চোর বাড়ে
গরীবের পেট শুধু অনাহারে কাটে।
এ যুগের জমিদারদের শোষণের ঢং
সেলাইয়ের মেশিনে লাগে রক্তের রং।
যারা বলেছিল তারা আজ কোথায় পালালো
পোড়া মবিলে ক্ষুধার আগুন না নিভালো।
এ নীতি ও নীতি ছিলো কতো নীতি
অবশেষে ধরা খেলো সুরক্ষার দুর্নীতি।
জন্মভূমি আমার জন্মেছি এ দেশে
হাজারো ক্ষত মুছি দেশকে ভালোবেসে।
পণ্য হয়েছি মোরা বিক্রি হতে হবে
নিলামের চুড়াতে না নিজ মাকে ছাড়বে।
যতোই হইনা মোরা ভাসাই আবেগে
ওরা কবু রাখেনি মোদের হিসাবে।
এই সরল সমীকরণটা বুঝলেই সহজ
এদেশে বাঁচার জন্য এটাই কবজ।
যতোই ঘোষণা করুক রাজ দরবারে
ভ্যাকসিন নয়তো এ সীমিত পরিসরে।
মরে যদি পরে থাকো শুধুই অকারনে
বিবেকহীন এজাতিকে কভু পাবে না দাফনে.....!!!