রাম হাঁচি
চান্সে আছি,গোত্তা খাই, আর জেলে যাই,মরি বাঁচি
কান বরাবর মারব না চড়, মারব যে এক রাম হাঁচি
ফাটলে ফাটুক কানের ড্রাম
মন্দ বলে বলুক গ্রাম
মদের নেশায় বেহুঁশ মোড়ল! কান থেকে তার লাভটা কি?
কুঁড়ের রাজা!
বাপের হোটেলে খায় দায়, ঘুমিয়ে দুপুর কাটে।
খোদার খাসির কাজ নাই , আইলে আইলে হাঁটে।
ভুরি ভোজনে বাড়ছে ভুরি,
বয়স বেড়ে তার দুই কুড়ি,
আলসেমির শেষ সীমানায়, কে দেয় মেয়ে এই তল্লাটে?
কিরিঙ্গিবাজ!
কথায় কথায় গিট্টূ লাগায় কিরিঙ্গি বাধায় যে শালায়
আজকে আমি খাইছি তারে থাকুক না সে দশ তলায়
ফেলব নীচে দশ ধাক্কায়
পরে পরুক ঠেলার চাক্কায়
আর কতকাল সইবে সমাজ, জ্বলবে তাদের বিষ জ্বালায়।