ঠক ঠাকুরের কান্ড
ঠক ঠাকুরের গোপন আলাপ, চুদুর বুদুর, ধানাই পানাই,
সত্যি বলি, কেইসটা কি, ছল চাতুরী ষোল আনাই ।
নিজের বেলায় সাজবে কাজি,
কাজ ফুরলেই হবে পাজি।
ঝোপটা বুঝে মারবে কোপ,লাজ শরমের বালাই নাই।
মন্ত্রী মামুর কান্ড
রঙ্গে ভরা এই বঙ্গদেশে দেখছি কত কিছু।
মন্ত্রী মামুর লোভ দেখে তো মাথা আমার নিচু
“চাই না আমি ফুলের মালা
টাকার থলে গলায় ঝোলা
তোরাও পাবি আধুলি সিকি হাঁটলে পিছু পিছু।“
ফেস বুকিদের দম্ভ !
“ ও দাদু,জন্ম আমার এই শতকে তোমার জন্ম বিংশে যে
ফেস বুকেতে পেজ খোলো নাই ,তাইতো তোমার হিংসে যে
কত যে লাইক, কমেন্ট কত! শত ছবির ধুম
আমার পেজে লাইক না দিলে, ক্লিক মেরেই গুম,
ফ্রেন্ড হবার শখ কত! কোন পাড়ার তুই কোন মিনসে রে !