সেই যে বসন্তে, অন্ত সমীরণে
ব্যাথার বীণ বাজায় তুই-
গেলি আধাঁর নির্জনে।
ব্যাথাতুরা প্রাণের দ্বায়-
কাঁদে অশ্রুশূণ্য আঁখি,
প্রাণের অবসানে প্রহর গুনি
বুঝি, আরো কত কাল বাকী?
বসন্ত আসি থামিছে দুয়ারে,
কবে করিব বরণ?
তোরে বৈ কেমনে বরিয়া লই?
বুঝি প্রাণের মরণ।