আমি যদি যরে যায় ,
কোন এক শীতের বিন্দু কুয়াশায়
তখনো কি থাকবো তোমার -
হৃদয়ের রঙ্গিন পাতায়?
অদুর বন পানে চাহিয়া প্রশ্ন করি-
কেন আমার এত ভয় ?
সবুজ বলে নাহি জানি ;
তোমার রঙ্গিন জীবন কবে আধার হয়।
আমি যদি যায় মিশে,
ঐ আধার কালোর দেশে,
তখন কি মোরে দিবে বিদায়-
ভালোবাসার একটু হাসি হেসে?
আমি যদি হারায় পরে ,
নীল আকাশ মাঝে-
তখন কি আকাশ পানে রাখবে মিনিত-
িফরাও তারে , সে আজো আমার মনে বিরাজে।