একটা "তুই" হারিয়েছি
কতটা উচাটন মন
হৃদের অতৃপ্ততার আহাজারি এতটাই নির্মম
যেন, একটা তুই হলেই বেচে থাকার-
অন্তত একটা কারণ পেয়ে যায়।
একটা তুই হারিয়েছি
যেখানে শূণ্যতার নিস্পৃহ ঢেউ
এতটা উত্তালতায় হৃদে অপূর্ণতার ঘূর্ণিঝড় তুলছে-
যেন, একটা তুই হলেই পূর্ণতার স্বপ্ন বােনার-
অন্তত একটা কারণ পেয়ে যায়।
আমি এমন একটা তুই হারিয়েছি,
যাকে ভালোবাসার-
সীমানা, উচ্চতা, দৈর্ঘ-প্রস্থ, আকার, রঙ
এসবের কিছুই আমার সত্যিই জানা নেই।
আমার সত্যিই জানা ছিল না-
কিভাবে আগলে রাখতে হয় ভালোবেসে,
কিভাবে আটকে রাখতে হয় বিশ্বাসে।
এসবের কিছুই আমার সত্যিই জানা ছিলনা।
আমি এমন একটা তুই হারিয়েছি-
যার নির্বাকতায় আমার বিনিদ্র রাত,
অপেক্ষায় ভালোবেসে, অভিমানে
আমার ক্লান্ত প্রভাত।
আমি মরে জন্মিতে চাই তার-
চোঁখের কাজল হয়ে।
জন্মিতে চাই তার গোলাপী ঠোঠ হয়ে,
যেন, অভিমানে, ভালোবেসে তার চোঁখে-ঠোঠে
লেপ্টে থাকতে পারি।
আমি মরে জন্মিতে চাই তার-
অভিমানের পরে ভালোবাসা হয়ে,
যেন, আমাকে আর একটা তুই হারাতে না হয়।